এই
সমস্যাটা অনেকরই বিরক্ত মনে হয়। তাই আমি আজ আপনাদের সামনে একটি সহজ
সমাধান নিয়ে এসেছি। আমার মনে হয় প্রায় সকলেরই উপকার হবে বলে মনে করি।
তাহলে চলুন দেখে নেই কিভাবে এটি সম্ভব হবে?
১.
ধাপ: কিবোর্ড থেকে Clt + Alt + Del চেপে Windows Task Manager ওপেন করুন,
তারপর Process ট্যাবে ক্লিক করে wgatray.exe তে ক্লিক করে End Process এ
ক্লিক করুন এবং ইহা ক্লোজ করুন।
২. ধাপ: কম্পিউটার Restart দিয়ে Safe Mode ওপেন করুন (safe mode এ ওপেন করার জন্য কম্পিউটার চালু হওয়ার সময় F8 চাপতে থাকেন)
৩. ধাপ: C:\Windows\System32 এই ডাইরেক্টরীতে গিয়ে WgaTray.exe ডিলিট করে ফেলি ডিলিট ।
৪. ধাপ: C:\Windows\System32\dllcache এই ডাইরেক্টরীতে গিয়েও WgaTray.exe ডিলিট করে ফেলি ডিলিট ।
৫.
ধাপ: Start \ Run: regedit টাইপ করুন, তারপর
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\Current
Version\Winlogon\Notify তে গিয়ে WgaLogon ফোল্ডারটি Delete করে দিই।
৬. ধাপ: কম্পিউটার Restart দিই।